আমি বিকেল দাঁড়িয়ে আছি,
একা ব্যালকনিতে ;
পাঁচটা তখন সবে বাজল,
বুঝলাম ঘন্টার ধ্বনিতে ।
আকাশে তখনও সোনালি রঙ,
ছড়ানো এখানে ওখানে;
যেমন শিল্পীর ছবি ফোঁটে,
ক্যানভাসে তুলির টানে ।
ঝাঁকে ঝাঁকে পাখি করে ডাকাডাকি,
আকাশটাকে ঘিরে;
সারাদিনের ক্লান্তি নিয়ে,
যাচ্ছে বাসায় ফিরে ।
হঠ্যাৎ তখন সন্ধ্যা নামল,
বাতাসের গানে গানে ;
আমি তখন ও নির্বাক হয়ে,
চেয়ে আছি আকাশের পানে ।
আকাশে স্নিগ্ধ চাঁদের আলো,
হাজার তারার সাথে;
সন্ধ্যেবেলার প্রকৃতি ভরায়,
এক অদ্ভুত মাদকতাতে ।
কোথাও যেন হারিয়ে গিয়েছি,
প্রকৃতির মাঝামাঝি;
মন বলছে আজ ঘরে যাব না,
এখানেই ভালো আছি ।

কলমে অনন্যা রায়, দমদম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here