যাবতীয় শারীরিক প্রাণটুকু যেন একমুঠো ফুটকড়াই…
সেদিন কিনা সাদা অপরাজিতা ধরেছিল নোনাস্নান টবে;
এক কোমর রোদ্দুরমাখা বিছানার সুতির চাদর,
আবোল-তাবোল ভাঁড়ামিতে উড়িয়ে দেওয়া এক বিকেল|
কাঁচের তৈরি দুনিয়ায় সাক্ষী ছিল কেবল লাল-চা;
আর আত্মীয় !!
ওই,চেনাজানা চারদেওয়াল সাথে কাশির ওষুধটা |
কাটা ডানার পতঙ্গ আজ আমি
রক্ত-হাড়-চর্বি সবই তো ধুয়ে গেছে পবিত্রজলে…
বালতি-মগ-নোংরা-কাপড়ে আজও তামাম অসুখ লেগে;
জীবাণুর অতো কিন্তু সাহস ছিল না
ঘাতকের শিকারে এফোঁড়-ওফোঁড় মানসিক রক্তচাপ|
একাদশীর আতপের ভাতে মিশেছে তোমার ঘামগন্ধ
মুখনীচু কার্নিশগুলোয় মায়ার ঘোলাদাগ,
যাওয়ার বেলা এলো ডুবুরি সুখ দেওয়া ছোটো ফোঁটার বৃষ্টি|
আবারও ফড়িংয়ের উৎপাত,
মরা বিবেকের মাটিতে কাটা ডানার পতঙ্গ আমি আজ|
কলমে শর্মিষ্ঠা সেনগুপ্ত, শ্রীরামপুর, হুগলি
লেখা-নাচ-আঁকা এসকল সৃজনশীলতায় বেড়ে ওঠা,বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষাবিজ্ঞান সম্মানিক ছাত্রী | (B.A Hons.)
Durdanto hoye6e
❤️
❤️❤️