কথা,
বলবো নাকো কখখনো,
অবাধ্য,তুমি জঘন্য,
তোমার সঙ্গে আড়ি।
(মনে মনে)
লেগেছে আমার বড্ড,
করবো ভীষণ জব্দ,
ঘোচাচ্ছি বাড়াবাড়ি।
বিপন্ন প্রত্যুত্তর উল্টোদিকের:
আহা বলেই ফেলোনা লক্ষীটি
করছিলাম তো খুনসুটি
খারাপ লেগেছে এত্ত?
করবো না আর একদমই
দিব্যি কেটেই বলতিসি
ভুল করেছি , দেখতিসি।
এরপর???
(মানভঞ্জন পালা)
এই না বলেই চট করেই
আড়াল থেকে বেরোলো যেই
কারেন্ট নুন আর টুকরো আম
উৎকোচ -দোষে দৃষ্ট সে,
শ্যামলারঙের দস্যি মেয়ের
ভাঙলো অভিমান।
— দীপিতা চ্যাটার্জী
এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন "অনুভূতি" "তোমাকে-চেয়েছি" "অপরূপা-অবিলীন" "স্বপ্ন" "বৃষ্টি "
দারুন
দারুণ! দারুণ! ….এ হলো ভোজন শেষের টক-ঝাল -মিষ্টি চাটনি, যার স্বাদ দীর্ঘস্থায়ী।
বেশ অন্য রকম স্বাদ পেলাম…. দারুন।