পেপার খুলে চমকে দেখি পরকীয়া নয় অপরাধ,
বাতিল সেই মান্ধাতা আইন প্রেমে মঞ্জরি অবাধ।
৪৯৭ ধারা অবৈধ হলো,পরকীয়ায় আর নয় ভয়।
আমার ভারত প্রগতির দেশ , নারী প্রগতির জয়।
দেশ চলেছে সমুখ পানে উন্নয়নের আকর্ষণে,
প্রেমে বাধা থাকছে না ,খুশি হও প্রেমের টানে।
পরকীয়া নো ম্যাটার,প্রেম তুফানে বাজুক গিটার
প্রেমপর্বে ঘাটতি কেন,বাড়ুক না প্রেমের মিটার।
প্রেমের বীজ হলে বপন,কি হবে রেখে তা গোপন
এসব নিয়েই দৃষ্টি ঘুরুক,মুদ্রাস্ফীতি যখন তখন।
অসুখী দাম্পত্যে নাকি পরকীয়া খোলা হাওয়া,
ধর্ষণ কি কমবে এতে ভালোবাসার গান গাওয়া!
স্ত্রীর ওপর খবরদারি ,নয়কো পুরুষ এ বাহাদুরি
স্ত্রীও তো স্বাধীন মানুষ,কমুক এবার নজরদারি।
পরিচিতি: ছোটবেলা থেকেই কবিতা,ছড়া, সৃজনশীলতার ওপর আত্মিক টান বর্ধমান শহর নিবাসী রাণা চ্যাটার্জীর।প্রতিভা,সারল্যের মেলবন্ধন ও অনুভূতিপ্রবণতায় অবিরাম সৃষ্টি করে চলেছেন কবিতা,ছোটগল্প,বাচ্ছাদের জন্য ছড়া, নিবন্ধ,কার্টুন। নক্ষত্রানি সম্মান,কবির “মেঘ বালিকা তোমায়”,”ছন্দ ছড়ায় জীবন” কাব্যগ্রন্থ ও নিয়মিত পত্র পত্রিকায় লেখা প্রকাশ রাণা চ্যাটার্জী’র আগামী উজ্জ্বল করুক।