কার্তিকের উৎসব শেষ হলে ফিরে যেতে হয়
বাতিল সব স্টেশনে, জীবন দূরপাল্লার নয়
বিষ্ণুপ্রিয়া হল্টে থমকে দাঁড়াতে হয় ।
প্রথম যৌবনে বন্ধুদের গৌড়দহ যাওয়ার
গল্প শুনেছি, ছোঁওয়া হয়নি অযথা ব্যস্ততায়।
কোথা পোড়া বাঁশি বেজে ওঠার খবরে
কার গাড়ি ছোটে কোন গন্তব্যের দিকে
জানতে জীবন শেষ হয়ে আসে ।
নির্ভাবনা নৌকা চাঁদ জলের গভীরে
কে যেন ডাকে পেরিয়ে চাঁদপুর।
কেউ কাজে আসে, ফিরে যায়
কারো আবার ফেরা হয় না ।
ফুল ফুটলে মানুষ হাসে দেবীপুরে ঘরে ঘরে
তারাদের পাল্লা দিয়ে পথ ছুটেছে বাতাসপুরে,
বসতি ছুঁয়ে ছুটে চলার ছোটখাটো রেলপথ
পুরনো দিনের গল্প হয়ে থেকে যায়,
পরের পর ঝুলতে থাকে ‘আবান্ডান’ লেখা বোর্ড।
কলমে বৈদূর্য্য সরকার, বাগবাজার স্ট্রিট কলকাতা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
