বড় একচোখা তুই
একরোখা তুই ঠোঁটে
একটু হাসি চাইলে
বক্ররেখা জোটে।
তোর পক্ষপাতিত্ব আমার বেলায়
সমস্ত “না” শুধু আমার জন্য।
যতটুকু দাবী ছিল আমার
তা অবৈধ ঘোষনা করেছিস
আব্দারের পায়ে পরিয়েছিস বেড়ি।
বড় একচোখা তুই
একরোখা তুই ঠোঁটে
একটু হাসি চাইলে
বক্ররেখা জোটে।
তোর স্বপ্ন ভাঙে আলোর অদৃশ্য চুম্বনে
আহ্লাদী বাতাসের সোহাগ মাখিস
বিনা প্রশ্নে বিনা প্রতিরোধে
ঘুলঘুলির চড়ুই সুর বাঁধে তোর
মেঘ চুরি করে নেয় চোখের কাজল
কবিতা ডুব দেয় জলছবিতে
আপত্তি নেই তোর কিছুতেই
অথচ সমস্ত “না” শুধু আমার জন্য।
বড় একচোখা তুই
একরোখা তুই ঠোঁটে
একটু হাসি চাইলে
বক্ররেখা জোটে।
—কৃষ্ণ বর্মন