অভাগা

কলমে ওয়াছিফ তুষার

8
1354

নিমন্ত্রণ দিলাম আমি এই অভাগা।
গ্রহণ করো মোর দুঃখী জীবনের শেষ সম্বলের এই পেয়ালা।

সাহেব বলিল এই নিমন্ত্রণ গ্রহণ করা বেশ বেমানান।
সমুখপানে চাহিয়া কহিলাম, এতে যাবে না কো আপনার প্রাণ!

দুঃখী পিতা আমি, দিতে গিয়েছিলাম কন্যার বিবাহ নিমন্ত্রণ
ভেবেছিনু সাহেব আসিবে,দিবে মোরে কিছু আশার প্রান্তন।

জমিদারের হুংকার, লাগে না কো মোর পদধূলি
এই গরীবের ঘরের প্রাঙ্গণে, ইহা আমি সদা বলি!

আঁখি হল মোর অশ্রুসিক্ত
কে জানিত এই হৃদয় হবে আপমানে পক্ত?

মাটি হতে উঠিয়া কহিলাম
সাহেব, একবার যদি আসেন দেন মোর প্রাঙ্গণে  পদধূলি
এই মোর শেষ মিনতি,হাসিবে আমার সাথে এই গোধূলি।

কলমে ওয়াছিফ তুষার

8 COMMENTS

  1. হৃদয় ছুঁয়ে গেলো কবিতাটি…….. শ্রেণি বৈষম্য 😑😑😑…… বাস্তবে বাবু সাহেবরা শুধু বস্তুগত প্যারামিটার দিয়েই বড় লোক, মনের দিক দিয়ে তাদের অবস্থান সমাজের তথাকথিত নিম্নশ্রেণীর মানুষের চেয়েও নিম্নতর……. তার প্রতিফলন খুব সুন্দর ভাবে লেখক ফুটিয়ে তুলেছেন…..❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here