নুসরাত.. তুমি নিশ্চিন্তে ঘুমাও…..

0
680
Photo: Deccan Chronicle
নুসরাত পুড়ে ছাই হয়।
নুসরাতরা এভাবেই পুড়ে যায়
অজ্ঞ অন্ধকারে নির্মম প্রকাশ্যে।
বাতাসের পোড়া গন্ধ বিলীন হয় সুগন্ধী আতরে
শূন্য বুকের হাহাকার প্রতিধ্বনিত ভগ্ন পাঁজরে।নুসরাত,
এই জাহান বড় নিষ্ঠুর
এখানে তোমার সাহায্যে কেউ নেই,
আছে শুধু নিস্ফলা রোদন,আফসোস আর আস্ফালনে।
এখানে তোমার বন্ধুরাই তোমাকে এগিয়ে দেয়
অন্ধকূপে আত্মসমর্পন কিংবা আত্মহত্যায়।

এখানে সজোর সোচ্চারে কথা বলা অপরাধ।
এখানে বিরুদ্ধ কন্ঠকে পুড়ে যেতে হয়
আক্রান্ত এখানে অপবাদ কুড়োয়
নির্দয় ধর্ষকের উল্লসিত জয়।

তুমি নিশ্চিতে ঘুমাও নুসরাত
আমরাও চোখ বন্ধ করে আছি,
দেখা যাক এভাবে অন্ধ হয়ে
আর কতদিন নিরাপদে বাঁচি!

Poet Krishna Barman

©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here