তোমার চলে যাবার দিকে তাকিয়ে থাকতে থাকতে
জীবনে প্রথম নৌকাডুবি দেখেছিলাম ।
কতো সহজে হাত নাড়তে নাড়তে তুমি
জলের আড়াল করে নিলে
যেন কোন মাছরাঙা মেয়ে ।অথচ সবাই জানে
তারারাতে তুমি খুব অসহায় বোধ কর।
তোমার তো চাঁদ চাই এবং আতপ।
তুমি জলতলে কি করে কাটাবে রাত বলো!
বরং আমিই ডাকি–শোনো,আরো একবার ফেরো।
আমি জানি জলে-স্থলে তুমি বেশ ভীতু।
আর একবার মাত্র হাত বাড়ালেই সেই জাদু বিশ্ব,
ডুবজলে দাঁড়ানো নৌকার মাঝি।
শোনো,একবার ফেরো।
উৎপল ত্রিবেদী
কবি উৎপল ত্রিবেদী : জন্ম-1953।শিক্ষা অর্থনীতিতে স্নাতকোত্তর ।কবিতা লেখা প্রায় আটচল্লিশ বছর যাবৎ।পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের প্রচুর পত্রিকা য় লেখা প্রকাশিত হয়েছে ।প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি।প্রকাশিত উপন্যাস একটি।
লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন "আধেকলীনা, তুমি"
একদম অন্যরকম । খুব সুন্দর
[…] লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন “নৌকাডুবির পর” […]
[…] আরো লেখা পড়তে ক্লিক করুন নৌকাডুবির-পর "আধেকলীনা, […]
[…] আরো লেখা পড়তে ক্লিক করুন "নৌকাডুবির-পর" "আধেকলীনা, […]