একি সব নষ্ট ?

15
6868
Meaning of Life by M K Paul

কোনো কিছু নষ্ট হয় না ,
সব কিছু বদলে যায়।

কারোর যেমন রং ভালোলাগা ,
কারোর কাছে ছবি ,
রং -ই যদি নষ্ট না হয়
কি করে গড়বে ছবি !!!

এই যে আকাশ জুড়ে এতো নীল রং ,
চারিদিকে সবুজের মেলা ,
মাটির মেঠো রং আর গন্ধ ;
একি সব নষ্ট ?

মন জুড়ে ভিড় করা ভালোবাসা আর আক্ষেপ ,
ফিরে চাওয়া স্মৃতিরা ,
অনুভূতির আসকার-রা ;
এরা সব নষ্ট ?

না শুধু বদলে যাওয়া সময় !!!

 

 

Mousumi Kundu

কলমে মৌসুমী কুন্ডু

 

 

15 COMMENTS

  1. মন যদি নষ্ট না হয় ….তাহলে আর কিছু নষ্ট হয় না

  2. ভাগ্যিস কিছু নষ্ট হয়, না হলে যে ‘নষ্টনীড়’ হতো না।স্কুলে গল্প করে সময় নষ্ট করেছি বলেই না আজ মনে করার জন্য কত রঙিন স্মৃতি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here