সোনালি তটের ছাই উড়িয়ে ,
সমুদ্রের বিদেহী , পাড়ি জমায় হাসিমুখে
নোঙর ভাঙা নৌকা গাড়ি
বুকের মাঝে মস্ত গরাদ ,
দুহাত জোড়া জাঁদরেল হাতকড়ি।।
রওনার আগেই হিসেব চলে
গাঙচিল দেখবে , ভাব জমাবে পরিযায়ী
জলপরীদের জলকেলি মেখে খুঁজে নেবে গুপ্তধন।।
কৌতূহলী চোখ দুটোয় গন্তব্যহীন শিশুর ছাপ স্পষ্ট
তাতে বিন্দুমাত্র অনুশোচনার সময় নেই
ও যে নোঙরহীন ভবঘুরে এক।।
হঠাৎ বৃষ্টি সমুদ্র ঝড় ভীষণ !বাপরে !
এ যে ভীষণ আউট অফ সিলেবাস
ঝড়বন্দী ডিঙি এখন আটকে পড়া অভিমন্যু
গরাদ পলাতক আসামির বিচারে
স্রোতের হাতে ওর সলিল সমাধি ;
ওর মৃতদেহে গাঙচিল বসে না
শকুনের ঠোঁটে পুরোটাই এখন ক্ষতবিক্ষত।।
–