নদীর বুকের ওপর

কলমে কৃষ্ণ রায়

1
439

তোমার আমার হৃদয় একটা নদীর মতো চওড়া হবে যেদিন,
যেদিন তুমি ভাবতে বসবে নদীর কথা খুব
চুপটি করে তোমার নিজের কাছে
সেদিন ভাসবে নৌকা তোমার নিজের স্রোতে।
জলার ধারে ডুবে যাবে না তোমার শাড়ির আঁচল,
আমার পাশে বসে পাড়ি দেবে বহুদূর
একটা বৈঠা নিয়ে চলে যাব, একদিনের ভ্রমণে।
এমনি করে তোমার নরম হাতের স্পর্শে আমার চোখ জুড়বে যখন,
পাড় হবে যাবে একটা স্রোতের ওপর
নদীর বুকের ওপর ঢেউ বরাবর এগিয়ে যাব আমরা
নদীর সাথে নতুন করে যে আলাপ হবে আমাদের
তাতে থাকবে শুধু মধুর স্বর।
আমরা একদিন বাঁধব ঘর
নদীর বালুচর…

কলমে কৃষ্ণ রায়

1 COMMENT

  1. ধন্যবাদ মন ও মৌসুমী গোষ্ঠীকে।
    সকলে পড়ুন সুস্থ থাকুন।

    ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here