জয় মা দুর্গা, অসুর দলনী
আদ্যা শক্তি, মহামায়া।
হরপ্রিয়া, জগৎ জননী
ভূবন মোহিনী, অপরুপা।
ত্রিনয়িনী মাতা, জগৎ মাঝারে
আজি একি অনাচার?
তব আত্মজ, ধরা ভূমে আজ
লালসার শিকার।
সংহার করো নর দানবেরে
ধরা ধামে যেন শান্তি ফেরে।
শিশু যেন খেলে মাতৃ অঙ্কে
দিন শুরু হয়, প্রভাতী শঙ্খে।
কবি অমিত মজুমদার, কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান শাখার একজন স্নাতকোত্তর, নিবাস কলকাতায়, জৈব সার ও জৈব উপকরণ প্রস্তুতকারক সংস্থায় কর্মরত। ছোট্ট থেকে কবিতা লেখা সখে বা কারোর অনুরোধে।
অমিত মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন রাখী-বন্ধন ক্ষণিকের-স্মৃতি হঠাৎ খুঁজে পাওয়া দীন-ভিখারি