নারী তুমি প্রমান দাও
তুমি প্রমান দাও যে তুমি মানুষ।
তুমি যে নারী
চলতি কথায় যাকে বলে মেয়ে
সেটা আমরা জানি।যখন খবরের কাগজে দেখি
দুই বছরের কন্যা শিশু
ষাটোর্দ্ধো যুবকের দ্বারা ধর্ষিত ও খুন
তখন প্রমান পাই যে
তুমি তখন দুধের শিশু হলেও
তুমি মেয়ে।
যখন কানে আসে চতুর্থ শ্রেনীর ছাত্রী
নিরালা ফাঁকা ক্লাসরুমে
শিক্ষকের লালসার শিকার
তখন প্রমান পাই যে
সে তোমার কাছে প্রণম্য শিক্ষাগুরু
কিংবা প্রিয় বন্ধু হলেও
তুমি তার কাছে একজন মেয়ে ছাড়া আর কিছু নয়।তুমি যে মেয়ে তার প্রমান পাই
দিল্লী দৌলতাবাদ ডেট্রয়ট
কামদুনি কিংবা বানতলা ধানতলায়।
তোমার মেয়ে হওয়ার প্রমান রয়েছে
কলেজের কমনরুমে
সিনেমার অন্ধকার বক্সে।যেদিন জানতে পারলাম
তোমার নিজের বাবা তোমাকে করেছে গর্ভবতী
সেদিনও জানতে পারলাম যে
তুমি মেয়ে।
তোমার মেয়ে হওয়ার প্রমান
চিরকাল চিরন্তন হয়ে রয়ে গেছে
ইতিহাসের পাতায়।তুমি মেয়ে- একলা ফ্ল্যাটে
তুমি মেয়ে-নির্জন রেল কামরায়
তুমি মেয়ে-অন্ধকার গলিতে।
মেয়ে হিসেবে তোমাকে পাওয়া যায়
বস্তিতে হোটেলে মোটেলে
IPL- এর আসরে
জলসার জৌলুসে
বিজ্ঞাপনের রঙীন জলছবিতে।
তুমি প্রমান দাও যে তুমি মানুষ।
তুমি যে নারী
চলতি কথায় যাকে বলে মেয়ে
সেটা আমরা জানি।যখন খবরের কাগজে দেখি
দুই বছরের কন্যা শিশু
ষাটোর্দ্ধো যুবকের দ্বারা ধর্ষিত ও খুন
তখন প্রমান পাই যে
তুমি তখন দুধের শিশু হলেও
তুমি মেয়ে।
যখন কানে আসে চতুর্থ শ্রেনীর ছাত্রী
নিরালা ফাঁকা ক্লাসরুমে
শিক্ষকের লালসার শিকার
তখন প্রমান পাই যে
সে তোমার কাছে প্রণম্য শিক্ষাগুরু
কিংবা প্রিয় বন্ধু হলেও
তুমি তার কাছে একজন মেয়ে ছাড়া আর কিছু নয়।তুমি যে মেয়ে তার প্রমান পাই
দিল্লী দৌলতাবাদ ডেট্রয়ট
কামদুনি কিংবা বানতলা ধানতলায়।
তোমার মেয়ে হওয়ার প্রমান রয়েছে
কলেজের কমনরুমে
সিনেমার অন্ধকার বক্সে।যেদিন জানতে পারলাম
তোমার নিজের বাবা তোমাকে করেছে গর্ভবতী
সেদিনও জানতে পারলাম যে
তুমি মেয়ে।
তোমার মেয়ে হওয়ার প্রমান
চিরকাল চিরন্তন হয়ে রয়ে গেছে
ইতিহাসের পাতায়।তুমি মেয়ে- একলা ফ্ল্যাটে
তুমি মেয়ে-নির্জন রেল কামরায়
তুমি মেয়ে-অন্ধকার গলিতে।
মেয়ে হিসেবে তোমাকে পাওয়া যায়
বস্তিতে হোটেলে মোটেলে
IPL- এর আসরে
জলসার জৌলুসে
বিজ্ঞাপনের রঙীন জলছবিতে।
যেদিন তোমাকে কন্যা ভ্রুন নষ্ট করতে
বাধ্য করা হয়
যখন তোমার স্বামিই তোমাকে করে
পর পুরুষের শয্যা সঙ্গিনী
সীমান্তের কাঁটাতার পার করে
তোমাকে যেদিন বিক্রী করা হয়
যেদিন হায়নার দল
সত্তর বছরের সন্ন্যাসিনীকে ধর্ষন করে
যেদিন নব বিবাহিত বধূ
গাঁয়ে আগুন বা গলায় দড়ি দেয়
সেদিন আরো দৃঢ় প্রমান পাই
যে তুমি মেয়ে।
এত কিছুর পরও যখন
তোমার জন্য ক্ষতিপূরনের প্যাকেজ
ঘোষনা করা হয়
তখন আরো বেশী করে প্রমান পাই যে
তুমি মেয়ে।
কিন্তু ইতিহাস থেকে বর্তমান
অর্থনীতি থেকে সমাজ নীতি
অজ্ঞান থেকে বিজ্ঞান
কোথাও প্রমান নেই যে
তুমি মানুষ।
একবার অন্তত একবার প্রমান দাও
কারন প্রমান দেওয়ার দায়তো তোমারই।
প্রমান দাও
শুধু একবার প্রমান দাও যে
তুমিও মানুষ।
—-কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )
বিঃ দ্রঃ : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন বাইশে-শ্রাবণ নারী-তুমি-প্রমান-দাও