আমি কি মাটির পুতুল?
ভাংবি আর গড়বি,
আমি কি তোর ঠান্ডা বিছানার বালিশ?
যখন চাইবি জাপ্টে ধরবি।
আমি কি বাজারের পণ্য?
যখন তখন হাত বদল,
আমি কি অবাক কিছু?
আমাকে একা দেখেই মন পাগল।
আমি কি তোর গায়ের চাদর?
শরীর গরমে আমাকে চাই,
আমি কি খেলা শুধুই?
খেলা শেষে একমুঠো ছাই।
আমি নারী, আদি সৃষ্টির,
আমি মা, অন্তর্দৃষ্টির।
আমি বোন, রাখির বন্ধনে,
আমি স্ত্রী, শয়নে-স্বপনে।
আমি প্রেমিকা, ভাগীদার তোমার দুঃখের,
আমি বন্ধু, পথ দিশা তোমার সুখের।
কলমে নম্রতা হালদার