লেখায়

0
688
#Monomousumi

হিজিবিজি কিছু লিখে ফেলি
মাঝে মধ্যে ইচ্ছে হয় ;
অনুভূতিদের আপন করে
এগিয়ে চলি, কাটে সময়।

বুকের ভেতর কান্নাগুলো
যখন বলার ভাষা হারায় ,
কালো কালির লেখা তখন
সবার আগে পাশে দাঁড়ায়।

দুঃখে লিখি , সুখে লিখি
লিখি শোক-বিতর্ক-স্তব্ধতায়,
প্রাণের মানুষ মুখ ফেরালে
কান্নাভেজা মন মৌনতায়।

লেখা আমার , শুধুই আমার
মনে রাখিনা নিজেও আর।
লিখি শুধু মন ভোলাতে,
হয় , ছন্দপতন বারংবার।

ছন্দ নেই ,কাব্যও নেই
শুন্য সমান জ্ঞান কিংবা কম,
তবু, নির্লজ্জ কলম চলে
লেখায় নেই তেমন দম।

লেখা আমায় বাঁচতে শেখায়
হেলায় মায়া – মনের অসুখ,
স্বত্তা শক্তি অটুট রেখে
খুঁজে ফেরে নতুন মুখ।

 

মন ও মৌসুমী Mousumi Kundu Paul

#মৌসুমী
#মন_ও_মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here