প্রথম দেখা,
জানো, আজ খুব দেখতে ইচ্ছে করছে তোমায়,
ভীষণ অস্থির আর চঞ্চল আজ মন ,
আসবে? দেখবো তোমায়,
হঠাৎ ই ‘ না’ শুনে বিষন্ন মনের – দু চোখ কে সান্ত্বনা র পালা,,
হঠাৎই ফোন,
আছো? আসতে পারবে কি?
আসবে ? সত্যি বলছো?
তাছাড়া কি, তাড়াতাড়ি না এলে কিন্তু….
আসছি গো আসছি,
সবসময় রাগে নাক লাল করে রাখো,
চোখে চোখে কথা, ঠোঁটে মৃদু হাসি,
একরাশ ভালোবাসা নিয়ে ,
আবার দেখার অপেক্ষা….
আবার দেখা,,,,
এসো না লক্ষীটি,
দেখতে ইচ্ছে করে তোমায়,
কি যে হয়েছে, পাগল চোখ দুটোর।
কি হয়েছে জানো না তুমি?
এমন পাগলামো কোরো না….
করবো ,করবো হাজার বার করবো,,
এসো প্লিজ….
পারবো না তোমায় নিয়ে, বলো কোথায় যাবো?
তুমি যেখানে বলবে ,
তবে যাবে কোনো লোকালয়ে?
সবার মাঝে খুঁজে নেবে আমায়,
যদি খুঁজে নি , তবে আসবে তো কাছে?
হাটবে কি ,আমার সাথে?
আবার শুরু পাগলামো?
আচ্ছা বাবা আচ্ছা, কিছু সময়ের জন্য তো আসতেই পারো,
আমার ভালোবাসার কিছু ভা- লো- বা- সা দেব তোমায়,,,,
ফিরে দেখা,,,
তুমি এখন বেরোবে বলেছিলে,
কেন, তুমি কি আবার আসবে নাকি,
আসবো , দেখবো তোমায় , তুমি হেটে যাবে,
আমি দুচোখ ভরে দেখবো,
পাগল আমার,
ওই দূর থেকেই কিন্তু,
তাই হবে , একবার চোখে চোখ রেখো
তুমি ফিরবে কখন ?
আমি অপেক্ষা করবো,
বারবার দেখবো ,,কিছু বলবো না,
তুমি আসবে তো??
–দীপিতা চ্যাটার্জী
এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন প্রেমপ্রিতি-সমাচার অনুভূতি স্বপ্ন অনুভূতি অপরূপা-অবিলীন বৃষ্টি
Khub sundor 💖