মাসিক গল্প লেখনি প্রতিযোগিতা

0
2245
মাসিক গল্প লেখনি প্রতিযোগিতা

বিঃ দ্রঃ এই প্রতিযোগিতা আপাতত বন্ধ আছে।

বাঙালি লিখতে বা গান গাইতে পারেনা এরকম খুব কম ই শোনা যায়। বাঙালির রক্তে রয়েছে সাহিত্য এবং সংগীতবোধ। এবারের #মন_ও_মৌসুমী তাই শুরু করছে এক নতুন প্রতিযোগিতা সেই সব বাঙালিদের কথা ভেবে যারা রোজ ই কিছু ভাবে, কিছু লেখে , কিন্তু সে লেখা হারিয়ে যায় পাতার ভাঁজে , কখনো বা আর খোঁজ মেলে না।
আপনি যদি গল্প লিখতে ভালোবাসেন , ভালোবাসেন আপনার লেখা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক , তবে লিখুন আমাদের #মন_ও_মৌসুমী প্লাটফর্ম এ।
“মাসিক গল্প লেখনি প্রতিযোগিতা” , যা সাহায্য করবে , আপনার লেখাকে পৌঁছে দেবে অজস্র পাঠকদের কাছে।
মন ও মৌসুমী র “মাসিক গল্প লেখনি প্রতিযোগিতা” আপনাদের কাছে নিয়ে আসছে এক সুযোগ , যেখানে যে কোন লেখক /লেখিকার তার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন তার কলমে।
বিষয় ও অন্যান্য :

বিষয় : কোনো বাঁধাধরা গন্ডি নেই , তবে সামাজিক মূল্যবোধ কে আঘাত করে এমন কোনো লেখা প্রকাশিত বা স্বীকৃত হবে না
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনো বয়েস সীমা নেই।

প্রতিযোগিতায় অংশগ্রহণের ও ফলাফল ঘোষণার সময়সূচি :

এই প্রতিযোগিতার সময় অবধি একমাসের ।লেখা জমা দেওয়ার শেষ তারিখ প্রতিমাসের ২৫ তারিখ।
বিজয়ী লেখক/লেখিকার নাম ঘোষণা হবে আগামী মাসের  প্রথম সপ্তাহে ।

লেখা জমা দিন monomousumi@gmail.com ইমেইল এ “Monthly Bengali Story Writing ” Heading সহ (Word File বা সরাসরি মেইল এ কপি -পেস্ট করে ) বা ফেইসবুক পেজের ” মন ও মৌসুমী “ মেসেজ সেকশন এ।

পুরস্কার :

থাকবে ট্রফি, সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট (শীর্ষ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট জুরি সদস্যদের দ্বারা স্বাক্ষরিত Print Ready / মুদ্রণযোগ্য ই-সার্টিফিকেট)।
এছাড়া যে সকল অংশগ্রহণকারীর লেখা ( বিজয়ী না হলেও ) বিশেষ ভাবে প্রভাবিত করবে , তাদের উদ্যেশে কৃতজ্ঞতা টোকেন স্বরূপ রয়েছে একটি “অংশগ্রহণের ই-সার্টিফিকেট”। সব রকম ঘোষণা বিজয়ীকে ও অন্য অংশগ্রহণকারীকে তাদের ইমেলআইডি (email-id) এ অবহিত করা হবে ।

এছাড়া সব রকমের ঘোষণার জন্য ফেইসবুক পেজের ” মন ও মৌসুমী “ এ নজর রাখুন।

লেখা জমা দেওয়ার শর্তাবলী :
এক : লেখাটি অন্য কোনো ওয়েবসাইট /ম্যাগাজিন /বই তে আগে পাবলিশ হয়ে থাকলে ,তা গ্রহণযোগ্য হবে ,।
দুই : কোনো অশ্লীন লেখা বা কোন ধরনের ব্যাক্তিগত আক্রমণ করা কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
তিন :লেখা বাংলায় লিখে পাঠাতে হবে।। 
চার :লেখা পাঠানোর আগে লেখার বানান সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। লেখায় মাত্রাতিরিক্ত যতিচিহ্ন (ইংরেজী অথবা বাংলা) ব্যবহার থেকে বিরত থাকুন (উদাহরণ – লাইনের শেষে মাত্রাতিরিক্ত “……” ব্যবহার করা)।
পাঁচ : লেখার সাথে নাম , ঠিকানা , বয়স ,নিজের একটি ছবি -এবং নিজের সম্পর্কে দু লাইন পাঠান ।

ছয় : জুরি সদস্যের সিদ্ধান্তটি ফাইনাল এবং ফলাফল সম্পর্কিত কোনও প্রশ্ন স্বীকৃতি পাবে না।
সাত : প্রবন্ধের কপিরাইট লেখকের সাথে থাকবে। পূর্বনির্ধারিত অনুমতি ছাড়া অংশগ্রহণকারীর নাম, ছবি এবং বায়ো সহ নির্বাচিত লেখা প্রকাশিত হবে। যদিও , অংশগ্রহণকারী সবসময় এই ওয়েবসাইট থেকে তার লেখা প্রকাশে প্রত্যাহার করতে পারেন ।

লেখা জমা দেওয়ার শেষ তারিখ প্রতিমাসের ২৫ তারিখ।

 

ধন্যবাদান্তে ,
” মন ও মৌসুমী “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here