সময় বড় জড়িয়ে গেছি
ফুল ঝরে গেছে পথে ,
তবু বাউল হতে চাই
একতারা হাতে তোমার গান ,
পাহাড়ের চূড়ায় –
পৌঁছে দিতে চাই।
সময় বড় ভালোবাসি তোমায় ,
কাঁটাগুলো রক্তাক্ত করেছে আমায় ,
তবু মালি হতে চাই ,
গোলাপের গুচ্ছ হাতে
সন্ধ্যেবেলার ফুলদানিতে –
সুগন্ধী রাত উপহার দিতে চাই।
শুকনো পাতা আমার পায়ের নিচে ,
তবু পাইন গাছকে জড়িয়ে ধরতে চাই,
হৃদয়ের ভাঙা মোজাইকের টুকরোগুলো,
কোলাজ করে শৈশব কে আবৃত করতে চাই –
সময় আদিবাসী হতে চাই,
ঢোলের তালে মাতাল গানে
তোমার হাতে হাত দিয়ে ,
জীবনের প্রেমিকা হতে চাই ,
জানি তুমি বলবে তুমি কার?
শুনে রাখো আজ-
তুমি আমার।
কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি। “
[…] পড়তে ক্লিক করুন “সংগ্রাম “ও “মনোস্কামনা“ SOURCENilanjana […]