মন তুমি কোথায়! আমি যে শুধু খুঁজে বেড়াই তোমার মনের ভিতর।
মনের উত্তর- দক্ষিণ- পূর্ব- পশ্চিম চারিপাশে,
আমায় দেখা দাওনি কোনোদিন কোনোসময়।
মানসী, তুমি নিশ্চয় আমার মনের
সাথী হয়ে খুঁজে বেড়াও।
পাওনা,পাওনা,পাওনা- খুঁজে পাওনা!
শুধুই দুঃখ বেশী করে পাও।
হৃদয়, তুমি আমার হৃদয়ে আছো-
ভালোবেসে, ভালোভাবে
হৃদয় কে ছাড়তে পারি না মনে হয় শুধুই
হৃদয় আমাকেও হারাতে চায় না।
হৃদয় যতই তুমি আমার থাকো না কেন,
মানসী আমাকে তুমি যতই ভালোবাসো না কেন?
মন-মানসী কে খুঁজে পাওয়া
বড়-ই কঠিন, বড়-ই অজানা।
অবশেষে বলি-
মন অন্তরে, মানসী বাহিরে
মানসী, মনের খোঁজ একদিন ঠিক পাবে….
লেখক পরিচিতি : বিকাশ রায় ,অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা খুব পছন্দের বিষয়। বিভিন্ন ওয়াল ম্যাগাজিন, স্কুল ও বিশ্ব বিদ্যালয়ের পত্রিকার সাথে যুক্ত থাকার দরুন কলম ইচ্ছে ডানায় ভাসতে চায় আজও।
মানসী, মনের খোঁজ একদিন ঠিক পাবে….
যেদিন লেখকের কলমের প্রতিটি দাগ
প্রজাপতির পাখার রঙিন কল্পনাগুলিতেও
আবেগের স্পর্শ এঁকে দেবে।।