জংপড়া অবসাদের ভিড়ে ছাই চাপা হয়ে পড়ে আছে অভিমানের স্তূপ, 

শব্দেরা লুকোচুরি খেলছে,

আমাদের অহংবোধ জিতে যাচ্ছে। 

কিন্তু আমাদের ভেতরকার রঙীন প্রজাপতি?

যে অনবরত উড়তে  চায়!!

আত্মসচেতনতা আর গভীর পর্যালোচনার চাপে তার ছন্দপতন হয়।

প্রিয় শহরে প্রিয়  মূহুর্ত কাটানোর অজুহাতে একরত্তি  মেয়েবেলাটুকু হারিয়ে যায়,

ইচ্ছেগুলো বড্ড ঝাপসা হয়ে যায়,

অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়

মনের  কোণে মেঘ জমে বাষ্পের মতো,

অপেক্ষমান ভালোলাগার মূহুর্তগুলো ক্ষয়ে যেতে শুরু করে, 

নেশাগ্রস্তের মতো মাটিতে লুটোপুটি খাই, 

চারদিক থেকে হেরে যাওয়ার ভয় তাড়া করে বেড়ায় আমাদের

তাহলে কি এভাবেই আমাদের গল্পগুলো শেষ হয়?

 না!!!

আবারো আমরা উপহার পাই ঝকঝকে একটা সকাল,

নতুন রোদে স্নান করে শুদ্ধ হই,

চিলেকোঠা  রোদে ভাসে,

বাষ্প আবার জল হয়—

পুরনো দিনগুলোকে মেরে ফেলে সমস্ত ভালোবাসা শুষে নিই শরীরের মধ্যে,

স্যাঁতস্যাঁতে দিন কেটে আবীররঙা বসন্ত আসে,

দোয়েলপাখির সঙ্গে জমিয়ে আলাপ হয়,

একে অন্যকে আর দোষারোপ করিনা,

মানুষে মানুষে কাটাছেঁড়া ও করিনা,

আবার সব স্পষ্ট হয়

আবার খুঁজে বেড়াই প্রত্নতত্ত্বের ইতিহাস,

আবার আমরা ফিরে যাই আমাদের ছোটোবেলায়,

যেখানে ‘অত্যধিক’ শব্দটাই বেমানান, আদতে প্রয়োজনহীন।

এভাবেই মেঘ-মাখানো রোদেলা আলোয় 

আমাদের প্রত্যেকের জীবনের গল্প জমে উঠুক।

কলমে দেবলীনা, চন্দনপুর, পূর্ব মেদিনীপুর

 আমি দেবলীনা, কাজ করি স্বাস্থ্যকর্মী হিসেবে।বই পড়তে এবং সাধ্যমতো সবাইকে বই পড়াতে ভালোবাসি,গল্প ভালোবাসি, কবিতা ভালোবাসি সর্বোপরি মানুষ ভালোবাসি।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here