যদি কেহ হিসাব রাখিতে পারিত লক্ষকোটি কালের,
নিজ-বংশ ধরায় প্রথম শুরু হয়েছিল কাঁদের।
তবে সে মানুষ বুঝিতে পারিত পূর্বের ভেদাভেদ,
হিন্দু-মুসলিম খৃষ্টান নাই, বাইবেল-কোরান-বেদ।
বুঝিতে পারিত আমরা সকলে বিশ্ব মাতার সন্তান,
ধর্ম জাতি নাহি ভেদাভেদ পৃথিবীর মোরায় সম্মান।
অবনী, চন্দ্র, সূর্য, নক্ষত্র সবার সমান অধিকার,
কোথা ভগবান, কোথায় ঈশ্বর-আল্লাহ সব নিরাকার।
মানবজাতির থাকিত যদি এইখানে কোন পৃথক,
সৃষ্টিকর্তা সৃষ্টি করিতেন তিন ধরায় তিন রক্ষক।
তিন মহারথী থাকিত তাহলে নিজ নিজ সীমানায়,
সকল ভক্ত গুন গাহিত আপন বিধির আঙ্গিনায়।
একই জমিতে রোপিত বৃক্ষ, একই তটিনীর জল,
বাঁচিবার লাগি খাইতেছে সবে সেই বারি আর ফল।
জন্মক্ষণে লেখে নাই কেহ তোমার ললাটে জাতি,
দিয়েছে রক্ত সবারই লাল, নয় হলুদ কাল শ্বেতী।
সিন্ধুর বুকে ভাসন্ত শিশুর পাইবে কোন পরিচয়,
জগৎ মাতার সন্তান মানুষ তাই ছাড়া কেহ নয়।
মানব জাতির ধর্ম মিলন দাও নব শিশুকে জ্ঞান,
শত বছর পর খুঁজিয়া পাবে নব শান্তির সন্ধান।