Photo by Nilanjana Sarkar
লাল তরল
সবাই বলে রক্তস্রাব
তুমি বলো নারীত্ব।
নারী কিসের,
ছোট্ট মেয়ে তোমার!!
যখন একলা ঘরে বসে লুকাই
যখন বার বার
নিজেকে পিছন ফিরে দেখি,
তুমি এসে বলো চুপিসারে,
সাবধানে থাকিস মা।।
সাবধান কিসের ,
সবাই তো আপনার চারপাশে।
যখন দূরে রক্তমাংসের দালাল
ক্ষুধার্ত চোখের চাহনি
তখন তোমার আঁচল
আমার বাসা।
তখন তোমার আদর
আমার সকল আশা।
রাতে শুনে তোমার আর্তনাদ
নিজেকে যখন করি অপমান
আত্মশুদ্ধি র স্নানে ব্যস্ত তুমি
আড়ালে নিভৃতে ভয়ভীতি তে-
জর্জরিত আমি।
তুমি এসে বলো চুপিসারে,
পালিয়ে যা মা।
পালাবো কেন,
তোমার ছত্র ছায়ায় আমি।
যখন ধূপের গন্ধে ম ম বাতাস,
যখন বাইজি পাড়ার
ব্যালকনি তে আমি,
তখন মদের গন্ধে
মাতাল আকাশ ।
তুমি তখন শান্ত স্নিগ্ধ
রজনীগন্ধায় আবৃত
চুপিসারে বললে এসে
বাঁচবি না মা।
অনড় আমি বাঁচবো বলে
তোমার কাছে থাকবো বলে,
যখন পানে রাঙা ঠোঁটে
বিষ চুম্বন তোমার
যখন রক্তস্রাবে দলিত আমি,
তখন হঠাৎ শব কান্নায় ভিজে
কামনার শিকার আমি।
তোমার দহনে
আমার যোনি ছিড়ছে জানি।
আমি দগ্ধ , আমি জ্বলন্ত,
আমি রক্তস্নাতা ।
তোমার আবেগে আবেশে
জন্ম নিলেও
সমাজের মানসী আমি!!
কে কিনলে গো আমায়??

কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি। “
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন মনোস্কামনা সংগ্রাম আমি-নারী
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941