সন্ধ্যে যখন ঘনিয়ে এলো,
শেষ হবে তো বেলা ,
ছাড়তে হবেই সকল মায়া,
ছাড়তে হবে কায়া,
তার-ই সাথে ছাড়তে হবে,যতেক ভবের খেলা।
তবে কেন ঘটা করে, এমন ফুলের মেলা ?
যেতেই যখন, হবে এখন ,
চড়ে, বাঁশ খড়ের ঐ ভেলা।
আমায় ছেড়ে থাক সবাই,
আমি এখন যাই,
মহাকাশে পথ হারিয়ে ঘুরছে দুটো ভাই।
এখন আমি চলি তবে,দেখা হবে পরে,
সবার আগে ফিরিয়ে আনি,
বিক্রম’প্রজ্ঞাটারে।
যেতেই হবে আমায় এখন,
বাঁশের মাচায় চড়ে,
তোমরা তখন বিদাই দেবে ,
হরি ধ্বনি করে।
ভেবো না কেউ সময় এলে,
আসবো আবার ফিরে,
দেখব তখন নতুন জগত,
নতুন হৃদয় ভরে।।
কবি পরিচিতি : শ্রী পরেশ চন্দ্র আঢ্য, কাব্যে হাতে খড়ি ২০১৭ সালে,বাস পঃ মেদিনী পুর জেলার ,খড়্গ পুর, ইন্দার,শরত পল্লী।ইতি মধ্যে গ্রাম ও শহরতলি থেকে প্রকাশিত,(কপালেশ্বরীতে ২০১৮সালে