তন্দ্রাচ্ছন্ন দুচোখে সবই ধোঁয়াশা ভরা
বেলা শেষের গান গায় ওই দূরে কে
কুলায়ে ফেরা পাখির ডানার ঝাপট
ভুলে যাওয়া কতো মিথ্যে প্রতিশ্রুতি
স্মৃতির রোমান্থনে কতো জমানো গল্প
পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ
চৈত্রের চাতক চেয়ে থাকে আকাশে
পশ্চিমে কাল বৈশাখী ধেয়ে আসে
বর্ষায় প্লাবিত হয়ে অবেগে ভেসে যাওয়া
শরতের পূর্ণিমা চাঁদের আলো ঝিকিমিকি
বসন্তে কোকিল সুর তোলে মগ ডালে
পূর্ণিমা চাঁদের জোছনায় ভাসে মন
হৃদয়ে দোলা দিয়ে যায় বসন্ত উৎসব
রাঙিয়ে যায় বাহিরে ও অন্তরে প্রেম
বর্ষার কুঁড়ি বসন্তে ফুটে ফুলে পরিনত
পরিণতি পায় একঘেয়ে জীবনের ধারা।।
কলমে কবিতা সামন্ত, পূর্ব মেদিনীপুর
খুব সুন্দর উপস্থাপনা