ও খানের মানুষ হিন্দি বলে ,
ইংরাজি সবাই জানে ।
বাংলা হারিয়ে যেতে যেতে –
মিশেছে এক কোনে ।
আমরা সব বাংলা মায়ের অশিক্ষিত ছেলে
অন্য ভাষা শিখতে পারি না শুনে শুনে ।
তাই অন্য ভাষার কথা বুঝতে গেলে –
বাংলাতেই অনুবাদ করতে হয় মনে মনে ।
বাংলা অক্ষর গুলি চিনতে পারে না
অনেক বাংলা মায়ের নতুন ছেলে ।
কিন্তু সেই ৫২ টি অক্ষর

নক্ষত্র পুঞ্জের মতো
জ্বল জ্বল করে বাংলা মায়ের কোলে।
বাংলার জন্য জীবন দিয়েছিল রফিক, জব্বার
তাদের রক্তে রাঙা হয়ে ওঠে বাংলার দ্বার ।
দুঃখী মায়ের চোখের জলে মুছে যায় নি
রক্তে রাঙা অক্ষরগুলি ।
তাদের কাছে ঋণী আমরা সকলি ।
তাই শপথ নিই মাতৃ ভাষা অমর হয়ে
থাকুক আমাদের অন্তরে ।
শপথ নিলেও শপথের ফুল ছিঁড়ে যায়
২১ শে ফেব্রুয়ারীর রাত ১২ টার পরে ।
অক্ষরগুলি আকৃতি বদলে চলে যায়
যেন অন্যভাষার ঘরে ,
শহিদের শ্রদ্ধায় দেওয়া মালা
নষ্ট হয়
ছিঁড়ে যায় দিনে দিনে।
শহীদ রা মৃত দেহ হয় মানুষের মনে ।
আবার তাদের পায়ে মালা পরান হবে
আগামী ২১ শে ফেব্রুয়ারীতে ।

শুধু শ্রদ্ধা পায় ভাষা দিবসের
দিনটিতে।

কলমে অনিরুদ্ধ চট্টরাজ, ঠিবা, বীরভূম

একজন ছাত্র. 2020 তে Bsc কমপ্লিট করেছি.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here