কবিতার প্রয়াস

কলমে প্রামানিক

0
362

এলোমেলো শব্দ,

অগোছালো ছড়ানো –

আলগোছে ঝুলে আছে,

ঝুলন্ত ঝুলনে|

হাত বাড়িয়ে,

কয়েকটা তুলে নেবো?

একটা কবিতা লেখার প্রয়াস;

কারণ,

আপনারা তো কবিতা শুনতেই এসেছেন|

তবে শতচেষ্টা পরেও,

কবিতা দাঁড়াচ্ছে না –

গ্যাঁট হয়ে বসে আছে|

অবাধ্য শব্দগুচ্ছ;

কিছুতেই আসছেনা,

কবি-কবি ভাব|

কয়েকটা কল্পনা-কথা আসছে;

যেমন ধরুন –

“মেঘমল্লার দেশে,

শিশিরের অবকাশে,

কারা ছুটে আসে?

নিঝুম আকাশে,

শ্রাবণের বেশে,

ফুলের গন্ধ ভাসে|” –

না, হচ্ছে না!

এই কবিতা আজকাল চলে না|

অজস্র শব্দ প্রস্তুত,

রঙের বাহারও রয়েছে তাতে;

তবু বুনুনি না থাকলে,

সে আবার কেমন কবিতা?

যাক না হয়, শোনাবো পরে –

আরেক অবকাশে,

ঝরঝরে উল্লাসে,

ফুড়ুৎ-করে এক-নিমেষে!

ততক্ষণ,

দয়া করে আপনারা,

একটু অপেক্ষা করুন|

কবিতা লেখা হলেই –

কথা দিচ্ছি,

পোড়ে শোনাবো আপনাদের|

কলমে প্রামানিক

Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here