আজও মনে পড়ে শৈশব স্মৃতি,
সেই সুদূর গাঁ।
দেখা হয়েছিল কোনো এক ক্ষণে,
সাথে তব অনিমা।
নীরবে নিভৃতে নয়নে নয়নে,
হয়েছিল কত কথা।
হেলায় ভুলিলে কেমনে বলো,
সেই অস্থিরতা ?
আজ সবই স্মৃতি, তবু মনেহয়,
একবার দেখা পেলে;
সব কিছু বলে, মনের আকাশে;
উড়ে যাবো ডানা মেলে।
কিন্তু হায়রে নিঠুর নিয়তি,
বিধিলিপি গেছে লিখে।
দেখা হলো তবু হলোনা কথা,
স্মৃতি হয়ে গেছে ফিকে।
কবি অমিত মজুমদার, কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান শাখার একজন স্নাতকোত্তর, নিবাস কলকাতায়, জৈব সার ও জৈব উপকরণ প্রস্তুতকারক সংস্থায় কর্মরত। ছোট্ট থেকে কবিতা লেখা সখে বা কারোর অনুরোধে।
অমিত মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন হঠাৎ খুঁজে পাওয়া দীন-ভিখারি
[…] অমিত মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন ক্ষণিকের-স্মৃতি […]
[…] মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন ক্ষণিকের স্মৃতি […]
[…] মজুমদার এর আরো লেখা পড়তে ক্লিক করুন ক্ষণিকের-স্মৃতি হঠাৎ খুঁজে পাওয়া […]