কেরল তুমি ভাবালে……..

Kerala flooding_National Disaster

1
1837
Picture CopyRight @ Hindistan Times

বহুদিন বহুবার মানা করেছে;
তবুও শোনোনি।
প্রশ্নের উত্তর না দিয়েই
নিজে প্রশ্ন করেছো।
কথায় কথায় ভুল ধরেছো।
আত্ম শুদ্ধির বুদ্ধিকে বন্দী করে
শোধনের উলট্ পুরাণ শুনিয়েছো।

সেই যে সেইবার
পরিচ্ছন্নতার দোহাই দিয়ে
অবলাদের নির্বিচারে নিধন করলে;
সবুজ সরলা তরলার শিরায় উপশিরায়
দিনের পর দিন নিক্ষিপ্ত করলে
তোমার ভোগের বর্জ্য;
হাজারো হাজারো শ্রমিকের কাঁধে পা রেখে
গগনচুম্বী ইমারতের সর্বোচ্চ অলিন্দে দাঁড়িয়ে
উপহাস করলে তোমার ওনামের আবাদ ভূমি,
তোমার গহন অরণ্য,তোমার সমুদ্র তট
আর প্রকৃত প্রকৃতি আর আকৃতিকে
সেদিন তো ভাবনি একবারো।

তবে এখনি একেবারে আশাহীন হইও না।
তোমার এই বিপর্যয়ে
তোমার জন্য ভাবনার অভাব নেই।
ভাবছে সবাই
পথের অন্ধ ভিখারি থেকে
রথের মন্দ শিকারি
সবাই ভাবছে।

তোমাকেও নতুন করে ভাবতে হবে সেভাবে
যেভাবে আমাদের ভাবতে শেখালে।
সেদিন ভাবের ঘোরে চুরি বন্ধ হয়ে
অভাবটাকে মেনে নিতে শিখব
আমি,তুমি,আমরা সকলে।

অভাবে ভাব থাকুক;
কিন্তু ভাব আর ভাবনার
অভাব যেন না হয় কোনো দিন।

— কৃষ্ণ বর্মন

 

Poet Krishna Barman

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .

 

 

 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here