কেন রে মেয়ে?

কেন রে মেয়ে_কৃষ্ণ বর্মন_মন ও মৌসুমী

2
2337
Photo Copyright @ thebetterindia.com

এত জেদ কেন মেয়ে তোর?
কেন এত মনের জোর?
তোর জন্য তো অন্ধ রাত্রি
তবে কেন খুঁজিস ভোর?

তুই বাড়ি থাকবি
মাছ কাটবি
না কাটা জানলে
শ্বাশুরির বকুনি খাবি।
মাছ বিক্রী তোর কাজ না।

তুই বাসন মাজবি
ঘর মুছবি
কাপড় কাঁচবি
বর খুঁজবি।
বাইরে বেরোনো তোর কাজ না।

মাঝরাত্রে ভোগ্য হবি
যোগ্য স্ত্রী হবি
মূক ও বধির হবি
তোতার বুলি কবি।
মাঝ রাতের সাইকেল তোর জন্য না।

কষ্ট করে পড়া কিসের?
রবং হ নষ্ট মেয়ে
দিনে রাতে পালা করে
হায়নারা থাকবে চেয়ে।
ভালবাসা তোর জন্য না।

তোর আবার লড়াই কিসের?
কিসের কাব্য কিসের গান?
সিনেমায় নামার জন্য
তাই বুঝি এত গুনগান?
সাফল্য আর স্বীকৃতি তোর জন্য না।

তোর জন্য ব্যঙ্গ চিত্র
তোর জন্য মজার ট্রোল,
তোকে নিয়ে সিনিকরা
স্ক্রিনে বাঁধায় হট্টগোল।
সম্মান কখনো তোর প্রাপ্য না।

তুই একটা শরীর শুধু
এই জায়গাতেই আসল ভেদ
এত জোর কেন মেয়ে?
কেন রে তোর এত জেদ?
জয়ের গাঁথা তোর জন্য লেখা না।

কৃষ্ণ বর্মন……

 

 

Poet Krishna Barman

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .

 

 

 

 

এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন বাইশে-শ্রাবণ নারী-তুমি-প্রমান-দাও

2 COMMENTS

  1. […] এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন "পূজোর-গন্ধ" "সচল-বিদ্যাসাগর" "সেই-কথাগুলি-আর-বলি-না" "সাম্য" "স্বীকৃতি"  "শবযাত্রা" "কেরল-তুমি-ভাবালে" "অটল" "বুভুক্ষু-স্বাধীনতা" "ক্ষুদিরামের-জন্ম" "এখনো-বাকি-নাগাসাকি"  "বাইশে-শ্রাবণ" "কেন-রে-মেয়ে" "নারী-তুমি-প্রমান-দাও"  […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here