এ যেন রক্তহীম করা এক ভয়ার্ত উপন্যাসের পটভূমি।
উহান হল অভিমুন্য চক্রব্যূহের পুনরাবৃত্তির রণভূমি।।
ইন্দ্রের বজ্রের অব্যর্থ লক্ষ্য বিশ্বজয়ী মানবের অহং নিধনে আজ স্বার্থক।
আর অসহায় আমরা সেই মন্ত্রমুগ্ধ নৃশংস নাটকের নীরব দর্শক ।।
করোনার হিংস্র তরঙ্গের থাবা এসেছে নিধনযজ্ঞের অশ্রুজলে।
আড়ষ্ঠ নরজাতি লকডাউনকে হাতিয়ার করেছে অস্তগিরির চরণতলে।।
আনুগত্যহীন কপটতার অভিসন্ধি মিশেছে ভ্রান্তির ছলনায়।
এই প্রতীক্ষার তত্ত্ব আজ রেডিয়ামের ডায়ালের অন্তিম অপেক্ষায় ।।
এই বিবর্ণরুপী শান্তি হননকারি জালবুনছে নিউইয়র্কের নিস্তব্ধ লাশের স্রোতে।
প্রতিদিন নতুন আতঙ্কের অনুপ্রবেশ ঘটছে করোনার অদৃশ্য হাতে।।
প্রকৃতির এই অভিশপ্ত মৃত্যুর ভার এক আতঙ্কময় প্রবৃত্তি।
যেন এক প্রহেলিকাময় হাসি,অদ্ভুত দানবীয় নরপিশাচের বুভুক্ষার নিবৃত্তি।।
ঋকবেদের দশমমন্ডল আজ শুধু বৃথা ও ব্যাথা।
নিষ্প্রাণ পাথরের চোখ বলে দেয় এ-সব মিথ্যা।।
অতঃপর সহৃদয়তা ও ভয়শূন্যতার আহ্বানে অনুজীব পড়বে ঢাকা ।
ভোরের মুক্ত প্রজাপতি মেলে ধরবে নতুন রঙিন পাখা।।
কলমে সৌম্য বিশ্বাস, নদিয়া।
পেশায় শিক্ষক,মনুষ্যত্বে বিশ্বাসী। পৃথিবীর লাইব্রেরীগুলো (বিশেষ কৱে কবিতাৱ বই) ছাড়া আর কোন বিষয়ে লোভ নেই।