‘সার্কাসের ওই জোকারটা দেখো দারুণ করছে‘
দর্শক আসনে আজ এমন কথাই ভাসছে,
‘ অন্য খেলা একদিকে, বাইক গ্লোব আর জাল,
জোকারদের পার্ট কিন্তু ভাই জমে বিশাল‘!
‘কুকুর – হাতিরও ভালোই লাগে তবে যাইবা বলো !
জোকারের খেলা মানে সকলের প্রিয়‘!
আজকের খেলাতেও একই জাদু আছে,
দর্শক আজও হেসে লুটোপুটি খাচ্ছে ।
সবার প্রিয় জনি জোকার খেলা দেখাচ্ছে!
কত রকম রঙ্গেই না সে আপেল লুপছে।
সঙ্গীরাও জানে আজ জনি খুব খুশি !
গ্রাম থেকে চিঠি পাঠিয়েছে তার একমাত্র পিসি ।
আজ জনির খেলায় কিছু বিশেষ আছে,
সবাইকে হাসিয়ে সে নিজেও হাসছে।
টুল থেকে পড়ে গেল হঠাৎ কেমন,
আপেলও লুপলো যেন নিজে নিউটন!
মারলো সজোরে তার সঙ্গীটিকে,
ভঙ্গিমায় তার সামনে আজ সব খেলা ফিকে।
দর্শক আসনে তখন হুল্লোড়ের রেশ !
হাততালি হরদম, বাহবাও বেশ !
সুপারহিট হল শো, জনস্রোতও আসছে,
ওদিকে তাঁবুর কোণে ও কি স্বর ভাসছে ?
পিসিমার চিঠি হাতে জনি একা কাঁদছে?
হাসায় যে সবাইকে তারই বুক ভাসছে!
ভিজে ওই চিঠিটা কাঁপা কাঁপা গলাতে,
বন্ধুটি পড়লো পিসিমার ভাষাতে,
‘ফিরে আয় যতীন যত তাড়াতাড়ি হয়,
শেষদিনে তোর বোন তোরই আশায়…’
নেক্সট শোয়ের ঘন্টা বাজল আবার তখন,
জনি হেসে বললো, ‘ The show must go on’…
খুব সুন্দর করে বর্ণনা করেছ হাসি- হুল্লোড়ে ভাসতে থাকা জোকারদের কঠিন জীবন…👍❣️
এক কথায় এ অনবদ্য♥️
খুব ভালো লাগলো
Asadharon…..
Khub sundor vabe joker der hasi mukher pichoner chitro ke tule dhorechen.
খুব সুন্দর
অসাধারণ
খুব ভাল লাগল কবিতা টি👍…
অসাধারণ লেখা 👍।এই কবিতা পর্দার সামনে থাকা জোকারটির পর্দার আড়ালে থাকা রূপটি সকলের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলে ধরেছে ।।।❤️দারুণ লাগলো ।😍
অসংখ্য ধন্যবাদ কবিতার অন্তর্নিহিত মানে কে এত সহজ ভাবে ব্যাখ্যা করার জন্য ।
অসাধারন লেখা
খুব সুন্দর কবিতা ।
Osadharon.
Fatia diacho guru☠️🔥
Osadhron chinta vabana. Apnar aaro lekhar opekkhay thaklam.