যদি পরশিতে

0
577

এসেছে সুদিন,পূজা কটা দিন,
কাটাবে কেমন করে …

নাই বা হলাম সাথী,
কিবা তায় ক্ষতি?
ঋজু ওই দেহ, তুমি মহীরুহ,
ফলে ফুলে দিয়েছি তো আমি ভরে।

হয় তো বা তুমি ভুলে গেছ সেই অতীতের যত কথা,
থাকলেও দূরে আজও মনে পড়ে,
সেদিনের স্মৃতি গাঁথা।

সেই সে গ্রামের, মেঠো পথ ধরে,সবুজ ধানের ক্ষেতে,
সান্ধ্য গোধূলিতে,ফুল হার হাতে,মোরা দুজনে তে,
কত বার হায়, বিতায়ে সময়,কেটেছিল দিন,
পলক বিহীন,অনিমেষ আঁখি পাতে।

যেদিন আমি রব নাকো আর,
চাবে পেতে কাছে ,মোরে বারে বার,
নিরব নিশিথে বাণভাসী,দুটি চোখে,
বিনিদ্র রজনি,কাটাবে তখনি,আমার ছবি টি দেখে।

ভুল বোঝা বুঝি,ঘন ঘটা ঘোরে,
রেখেছিলে মোরে এক ঘরে করে,
দিয়ে ছিলে সাথ ছাড়ি,
কিছু দিন পরে আমি ঘুম ঘোরে,
সুদূরে দিয়েছি পাড়ি।

আর তুমি?
মূক ও বধির,পাষাণ…স্থবির,নির্বাক নিরবতা,
সহসা আকাশ কালো মেঘে ছায়,
অবিরল ধারে অশ্রু ঝরায়,
ব্যথিত বিধুর, মহা শূন‌্যতা, নয়ন সজল,স্তব্ধ সকল,
বুক ভাঙা কাতরতা

কিবা ছিল তাড়াতাড়ি ? করে হুড়ো হুড়ি,
সময় না হতে,তুমি চুপিসারে,
কোন সে সুদূরে,অমৃত লোক তরে,
কিছু টি না বলে একা গেলে চলে,
সাথী হারা করে মোরে ?

কথা দিয়ে ছিলে,যাবে নাকো ছেড়ে,
আমার হৃদয় দহীত না করে,
পড়ে না কি মনে এক বার ?
ছিল যে অঙ্গিকার।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আমার মিনতি,প্রাণের আকুতি,
সেই সে প্রতিশ্রুতি,
একেবারে গেলে ভুলে ? এসে আরার, যদি দেখা দিতে,
কাল বয়ে যায়, হয়ে অসহায়,
এই দেহ খানি ,শুধু এক বার পরশিতে,
বলো না গো তুমি, কিবা হতো ক্ষতি তাতে ?

 

 

পরেশ আঢ্য, লখনৌ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here