বৃষ্টি আজ বেজায় খুশি
ঝমঝমিয়ে নাচছে সে,
আজ বড় মেঘ করেছে
গর্জে কেমন ডাকছে যে।
ছিটে ফোঁটা অশ্রু যেমন
গড়িয়ে পরে বৃষ্টি তখন,
শুনি সে আসবে কখন !
চাইছি সামনে দাঁড়াক এখন।
অনুভূতিগুলোকে ভেজাবে বলে
দাঁড়িয়ে থাকে আমার দোরে,
পাখিরাও ভিজে ভিজে নৃত্য করে
ফুলেরা আনন্দেতে ফুটবে ভোরে।
ভিজবে না বলে লুকিয়ে থাকে
প্রজাপতি ওই পাতার আড়ালে,
কেমন যেনো লজ্জা করে
বৃষ্টি তখন সামনে এসে দাঁড়ালে।
কলমে দীবীর কুমার , নিশ্চিন্দা, হাওড়া
পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা করতে ভালোবাসেন। কবিতা লিখতে ও আবৃত্তি করতে খুবই পছন্দ করেন।