বাংলার মাটি আজও আছে খাঁটি
শুধু নেই সেই গুছি ভরা খরের আঁটি
বাংলার মাটি আজও আছে খাঁটি
শুধু নেই সেই ভাঙ্গা হেলানো দেওলের খুঁটি।
বাংলার মাটি আজও আছে খাঁটি
তবু নেই সেই ভাঙ্গা-চোড়া গরুর গাড়ি
আজ আর নেই সেই বাঙলার গাভী ।
বাংলার মাটি আজও আছে খাঁটি
শুধু নেই সেই বাঁদর খেলা জাদু খেলা দেখে-
শিশুদের মুখে রঙ্গ তামাশার হাসি।
বাংলার মাটি আজও আছে খাঁটি
শুধু নেই সেই জল ভরা দিঘি
–দিঘির ধারে যত সব তাল গাছের সারি
শুধু নেই সেই আম বাগানের বুড়ি ।
বাংলার নারী আজও আছে লাজি
তবু নেই সেই হঠাৎ পুরুষ দেখিয়া
বুকের কাপড় করো আটিসুটি
শুধু নেই সেই লাল সিঁদুরের সিঁথি ।
বাংলার মাটি তবু বলি খাঁটি
বাংলার পুরুষ আর নেই সেই মরদ
কাঁধে হাল লাঙ্গল লইয়া করো চষাচষী
আর নেই যে বলদের সাথে হাঁকাহাঁকি
বাংলার মাটি তবু আছে খাঁটি ।।
কলমে লালটু সেখ, পূর্ব বর্ধমান
লেখা লেখি পছন্দ করি এবং কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস লেখি। তবে এখনও পেশাগত নয়অন্য কর্মের মধ্যে থেকেও লিখছি এটাও আমার কাছে অনেক বেশি।