ঈশ্বর দেখিনি , দেখেছি তাকে
যার ব্যাখ্যা সম্পূর্ণভাবে সুস্পষ্ট নয়;
সীমাবদ্ধ নয় সে কোনো কর্মে বা
রূপে ,সর্ব সম্পর্কে তার বিজয়।
জীবনের কঠোর তপ্ত রোদে, কখনো
তিনি, একফালি ছায়াময় আদর,
কখনো বা ,পলকে বিছিয়ে দেয়
স্বপ্নময় প্রশান্তির প্রশস্ত চাদর।
সময় ও সম্পর্কের অনুপাত
প্রভাবিত করেনি তার মাতৃত্বের স্বাদ;
অমলিন অভ্যেসে ভালোবাসা বেড়ে ,
নিত্য ভেঙেছে স্নেহ পরিমিত বাঁধ।
জীবন যেখানে রুক্ষ মরুভূমি, শীতল
স্পর্শে তিনি , ক্ষমাসুন্দর মা ;
প্রাণের একক প্রতিষ্ঠাতা তিনি ,জ্ঞান
অজ্ঞানের অন্ধকারে মমতার প্রতিমা।
ঈশ্বর দেখিনি , দেখিতে চাইনা
সর্বাগ্রে প্রণমি তোমায়,
যার অস্তিত্ব-বিনা পৃথিবী অচল ,
চরণে তার শত শত কোটি
“প্রণাম জানায়”।
**** বিশ্ব মাতৃ দিবস এর শুভেচ্ছা ****
#মৌসুমী কুন্ডু #মন_ও_মৌসুমী