গ্রন্থে লিখিত ভ্রাতৃদ্বয়,
কুসুম কোমলো লতা।
জাতের তরে অস্ত্রাঘাতে,
নিরবে রক্তস্রোতা।
অত্যাচারিত জনসাধারণ,
মূর্ছিত লাঠাঘাতে।
স্বাধীন মুকুট উঠেছে আজি,
অবাঙ্গালীর হাতে।
শক্তি সমরে,অত্যাচারে,
অগ্নিতপ্ত ভূধর।
খন্ডিত আজ ভূ ভাগ ভুমি,
মৃত নীলাভ প্রান্তর।
কী ভাবিয়া আজকে তারা,
দাঙ্গা রায়েট করে।
জিতবে তারা বাংলা মাটি,
মোদের পথে মেরে।
না,
তোমার শক্তি তোমার কাছে,
একতা এবার দেখো।
বাংলাদেশে নিজের প্রাণ,
এবার বাঁচিয়ে রাখো।
আমার মা কে হরণ করে,
বিলায় অন্ধকার।
অস্তগত সূর্য রবির,
আলোক ক্ষন এবার।
কলমে বিশাল সাহা, পশ্চিম মেদিনীপুর।
কবিতা লিখতে খুবই ভালোবাসি।