AliExpress.com
টেবিলের এক কোণে
কালির দোয়াত টা
তখনো উল্টে আছে,
কিছুক্ষণ আগে
কিছু কথা আঁকার আপ্রাণ
চেষ্টা চলছিলো পুরোনো
ফাউন্টেন পেনটা দিয়ে।উত্তরের জানলাটা দিয়ে
একটা দমকা হাওয়ায়
বেসামাল দোয়াতটা
সব হিসেব গুলিয়ে দিলো,অব্যবহৃত অক্ষর গুলো কে
খোঁজার চেষ্টা করছিলাম
নতুন করে,
একটা দমকা হাওয়া
বেসামাল করে দিলো
সবকিছু ,উল্টে যাওয়া
দোয়াতের সাথে।
কালির দোয়াত টা
তখনো উল্টে আছে,
কিছুক্ষণ আগে
কিছু কথা আঁকার আপ্রাণ
চেষ্টা চলছিলো পুরোনো
ফাউন্টেন পেনটা দিয়ে।উত্তরের জানলাটা দিয়ে
একটা দমকা হাওয়ায়
বেসামাল দোয়াতটা
সব হিসেব গুলিয়ে দিলো,অব্যবহৃত অক্ষর গুলো কে
খোঁজার চেষ্টা করছিলাম
নতুন করে,
একটা দমকা হাওয়া
বেসামাল করে দিলো
সবকিছু ,উল্টে যাওয়া
দোয়াতের সাথে।
এখন বৃষ্টি শুরু হয়েছে
কিছু জলের ছিটে,
কাগজের ওপর
কালিটাকে এঁকে
নিয়ে চলছে আপন খেয়ালে।
এখানে ও যেন প্রকৃতি
হঠাৎই তার খেয়ালীপনা
নিয়ে হাজির।
একটু পরে বৃষ্টি থেমে যাবে
কিন্তু কিছু উদাসী মনের
অনুভূতিকে, প্রকৃতির
নিজস্ব সৃষ্টির
সৌজন্যে অঙ্কিত
থেকে যাবে
ছড়িয়ে থাকা কোরা
কাগজের ওপর।।
— প্রবীর ভদ্র

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
প্রবীর ভদ্র এর আরো লেখা পড়তে ক্লিক করুন লজ্জা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941