পদে পদে গায়ে জমেছে ক্ষত ,
যুদ্ধবাজেরা তুলেছে নিশান ।
পরিধান বস্ত্র হয়েছে রক্ত -রাঙা
মোদের যে আজ ওষ্ঠাগত প্রাণ ।।
নতুন করে বাঁচার আশায়
ব্রততী শাখা আঁকড়ে ধরি ।
তাও দিয়ে গেল ছিন্ন করে
ওদের শাণিত তরবারি ।।
পশ্চিমাকাশে অস্তমান রবি
জানিয়েছে তার বিদায়কাল ।
দিগন্তরেখা নিশ্চুপ হয়ে
রক্তে সেজে হয়েছে লাল ।।
ওই দেখো দূরে লাশগুলো সব
হয়েছে জড়ো সারি সারি ।
এহেন কালে কেউ কি নেই ?
দিতে পারে এনে প্রাণবারি ।।
বহুকাল ধরে এ যুদ্ধ সয়ে ,
বসুধা করেছে রক্তস্নান ।
এসো হে ত্রাতা , কর অভিষেক
ঘটিয়ে যুদ্ধের চির অবসান ।।
কলমে :– দেবাশিষ নস্কর