বাঁজা বোলোনা আমায়,
নাড়ি শুন্য এ হৃদয়ে-
অনাহূত অথিতির অপেক্ষায়,
জলাশয়ের ধারে পদ্মপাতার জলে-
চোখের জলে ভাসছি আমি
কেউ নেই গো আমার সাথে।
অপয়া বোলোনা আমায়,
যোনি শূন্য নয়,
ভালোবাসার কাঙাল আমি
কলঙ্কিনী প্রেয়সী নয়,
গৃহছাড়া আমি এক পিতার দুলালী,
মাতার চোখের মণি,
অপেক্ষমান আজ এক সভার শুনানির
মাথা নত হলো আজ নারীর।
ডাকিনী বোলোনা আমায়
দিও না শিরায় জ্বলন
জন্মের আগেই বিসর্জন-
হয়েছে আমার দহন।
পরিয়েছো লাল শাড়ি
করেছো সিঁদুর দান,
ভুলে গেছো দিতে প্রেমের বেড়াজাল।
অসহায় নই,
অজন্মার মা আমি-
শোনিত জমে ক্ষরার অপেক্ষায় বসে আজি।।
নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“