ছবি মন ও মৌসুমী

একটি নতুন ভোরের সন্ধানে 

একটি টগবগে দুপুর আর
ছুটন্ত রেসকোর্স মাঠের কাঁধে হাত রেখে
ঐচ্ছিক নানা গল্প বুনছে
ভিক্টোরিয়া মেমোরিয়াল ।
হঠাৎ যদি বিদ্যুৎ চমকায়,
কিংবা রামধনু রঙে সাজে আকাশ
ময়দানে হাজার হাজার ঘোড়া ছুটবে
নতুন ভোরের সন্ধানে ।

***

 

খিদের ঠিক পরের স্টেশনে

তুমি ফিরে এলে
খিদের ঠিক পরের স্টেশনে !
শরীরে তখন জলের তুমুল হাহাকার ।
মনের আলো নিবছে,
মনের আলো জ্বলছে।
রাতের চিৎকারে জোনাকিরা কাঁপছে ।
সময় হাসে, সময় কাঁদে, সময় চুপ থাকে ।
চোখ কি শিখেছে আজও সঠিক অনুবাদ !
***

কলমে সুধাংশুরঞ্জন সাহা, (বেহালা, কলকাতা )

পশ্চিমবঙ্গ সহ ভারত, বাংলাদেশ,কানাড়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফ্রিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বহু গুরুত্বপূর্ণ পত্রিকায় তিনি লিখে চলেছেন নিরলসভাবে । কবিতা ছাড়াও ছড়া, গল্প, প্রবন্ধ এবং একাধিক সাহিত্য পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত । নানা পুরস্কারে সম্মানিত ।প্রকাশিত কাব্যগ্রন্থ : চোদ্দ, গল্পগ্রন্থ : এক, ছড়াগ্রন্থ : এক
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
* অপহৃত রাত্রির চর্যাকথা; * নিরুত্তর তারার স্বপ্ন; * পূর্বাভাস; * পাগল চাকা ঘুরছে অবিরাম; *একা দুপুর; * শ্রেষ্ঠ প্রেমের পদ্য; * উপেক্ষিত সকালের মেঘলা সনেট; * মন্দাক্রান্তা, অবাধ্য মেয়ে, তোমাকেই বলি; * শ্রাবণের নিরিবিলি মেঘ ব্যারাকে; * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর ।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here