এখন কবিতা লেখা উচিত

0
1220

বন্ধু বিলাস, বহুদিন ধরে বলে একটা কবিতা লেখনা
আমি বারবার বলি, না রে ওটা পারব না ।
বহুদিন পর আবার দেখা হল
বিশ্ববিদ্যালয়ে তোর লেখা কবিতা পড়েছি ।
ব্যাংকের চাকরিতে, মনে হয় হিসাব সঠিক হয় না,
তাই জল একটু মেশাতে গিয়ে,
কবিতা লেখা কঠিন হয়ে গেছে ।

অংশুমান করের কয়েকটা ভাবের আদান প্রদানে
একটু খেয়াল করলে দেখা যাবে,
এই ক্রান্তিকালে, অনেক কবিতাতেই ধরা থাকছে সময় ।
তাই কবিতা লেখা এখন, বাতিল করা যায় না ?
এই প্রশ্নের উত্তর পেতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রায় বলতেন,
কবিতার কাজ মূলত তিনটি –
আনন্দে সমর্থন,
সংগ্রামে সাহস আর –
শোকে সান্তনা দেওয়া ।

এই কঠিন সময়ে যদি কবিতা
কিছু মানুষের কাঁধে বন্ধুর  মতো
হাত রাখতে পারে, দিতে পারে সাহস আর সান্ত্বনা
তা হলে আপত্তি কিসের?

তাহলে এক কথায় বলা যায়
বন্ধু বিলাস, এখন কবিতা লেখা যায় ।

 

 

 

কবি পরিচিতি : বিকাশ রায় ,অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা খুব পছন্দের বিষয়। বিভিন্ন ওয়াল ম্যাগাজিন, স্কুল ও বিশ্ব বিদ্যালয়ের পত্রিকার সাথে যুক্ত থাকার দরুন  কলম ইচ্ছে ডানায় ভাসতে চায় আজও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here