একাই আছি একাই বাঁচি
একাই পথ হাটি —
দুরপাল্লার পথটা ও এখন
পাড়ি দিতে জানি !
একাই হাসি ,,কাদিও একা
শেষ হলো প্রতীক্ষা
ছোট্ট জীবন দিল মোরে
একা বাঁচার দীক্ষা।
শেষ প্রহরে দেখছি স্বপন
স্বপ্নের জালটাও একা বুনি
সমাপ্তিতে এখন আমি
স্বপ্নলোকে জমাই পাড়ি।
একা থাকার একা বাঁচার
পথটা যেনো অমিয় সুধা;
কারো বাধায় নেই সেখানে
নিত্যদিনের ও মৃত্যু ক্ষুধা।
কলমে রাবেয়া আকতার সেতু, বাংলাদেশ
শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষ, সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল, প্রাণিবিদ্যা বিভাগ