বৃষ্টি পরে টাপুর টুপুর
মাটি করছে চান।
গদাধর গান ধরেছে
নাচছে তাঁর জান।

আকাশ থেকে পরছে জল
ভরছে নদী- নালা,
গাছপালা গুলো দুলছে শুধু
পাখিদের হয়েছে জ্বালা ।

ঘর- বাড়ি গুলি কাঁপছে এমন
হয়েছে যেন জ্বর,
ইলিশ উঠেছে বাজারে পচুর
মানুষ করছে দর।

চারিপাশে শুধু কাঁদা আর জল
জীবনটা বেহাল।
রাস্তা- ঘাটে চলছে যারা
হচ্ছে নাজেহাল ।

একসময় থামল বৃষ্টি
চলার পর সারাবেলা,
আকাশ জুড়ে শুরু তখন
রামধনুর খেলা।

কলমে শুভঙ্কর ভট্টাচার্য, ইছাপুর

একজন ছাত্র এবং লেখা লিখি আমার অন্যতম নেশা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here