পূজা সংখ্যা -আলেখ্য।
এই সংখ্যা নিয়ে আজ লিখতে বসলাম,যদিও জুলাই মাসে ‘মন ও মৌসুমী’ ওয়েবসাইটে এই ‘আলেখ্য’ সম্বন্ধিত সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন , কি কারণে এবং কি রূপে আসছে ‘আলেখ্য’ তা নিয়ে সম্পাদিকা হিসাবে সকলের কাছে নিজের প্রস্তাব না রাখলেই নয়।
বাইরে অল্প বৃষ্টি – অন্ধকার নামছে সবে। মুম্বাই শহর গত ৬ মাস ধরে আমার কাছে অধরা। সকাল আর রাতের মধ্যে পার্থক্য শুধু প্রাত্যহিক ক্রিয়াকলাপের সূচি ছাড়া আর কিছু নয় । জীবন এভাবে থেমে যাবে কে ভেবেছিলো। কে ভেবেছিলো ব্যস্ত মুম্বাই এর রাস্তা এভাবে মানুষ খুঁজে বেড়াবে।
গত ৬ মাসে জীবন এমনভাবে উল্টো বাঁকে মশগুল হবে , তা যদি আগে জানা থাকতো ! থমকে গেছে শিক্ষাব্যবস্থা-পরিবহন-বাণিজ্য-সর্বোপরি মানুষের মন। ঘরের বাইরের জানলা দিয়ে কখনো পাখি – কখনো বৃষ্টির আওয়াজ, কখনো কোনো শিশুর কান্না, মনকে সাহস জোগায়, থেমে যাওয়া যে একদমই কাম্য নয় বরং বর্তমান পরিস্থিতিকে পিঠ দেখিয়ে এগিয়ে যাওয়ায় নিজের সাথে নিজের যুদ্ধজয় এর একমাত্র অস্ত্র, কেউ যেন বলে যায় কানে কানে। প্রিয়জনদের মুখ – কলকাতার বাড়ি বড্ডো টানে , কিন্তু উপায় নেই , তাই কাজ আরো কাজে নিজেকে ব্যস্ত রাখাই একমাত্র। ….
আর এই উপায় এর সন্ধানে ‘মন ও মৌসুমী’ র নতুন উদ্যোগ ‘আলেখ্য – ডিজিটাল সংস্করণ’ ..
আমাদের ব্যাক্তিগত প্রিন্ট হাউস গত ৫ মাস বন্ধ, এবং কবে ঠিক করে কাজ করতে পারবে , সেভাবে বুঝে ওঠা এখন মুশকিল। তাই শুরু হলো ‘আলেখ্য’। লেখা প্রিন্ট হোক বা ডিজিটাল ওয়েবসাইটে, নিরলস পাঠই সাহিত্যের প্রধান লক্ষ্য হওয়া উচিত, তাই এই মহামারীর সময় , এর থেকে ভালো উপায় আমরা খুঁজে পাইনি। ‘মন ও মৌসুমী’ গত ২৮ মাস ধরে তার ওয়েবসাইটে অসংখ্য পরিচিত -অপরিচিত লেখক- লেখিকার লেখা প্রকাশ করে চলেছে। তাহলে হঠাৎ ‘আলেখ্য’ কেন !
তার একটি কারণ প্রথমেই উল্লেখ্য করলাম , বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করতে অক্ষম। দ্বিতীয়ত আমরা চেষ্টা করবো ‘আলেখ্য’ – মন ও মৌসুমী ওয়েবসাইট সহ অন্য প্লাটফর্ম যেমন গুগল প্লেস্টোরে এবং কিন্ডলে প্রকাশ করার।অর্থাৎ আপনার লেখা, ছাপা অক্ষর হোক বা অন্তর্জালের অলংকরণে , পৌঁছে যাবে ঘরে ঘরে। চেষ্টা থাকছে ‘প্রিন্ট ও ডিমান্ড’ এর – অর্থাৎ লেখক -লেখিকা সহ বাকি পাঠক/পাঠিকারা ইচ্ছে করলে এই ম্যাগাজিন প্রিন্ট করতে পারেন , তবে সেটি সময় সাপেক্ষ্য।
লেখা জমার সাথে কোনো টাকা পয়সার লেনদেন নেই। অর্থাৎ লেখা প্রকাশ হলেই বই কিনতে হবে এমন চিন্তা থেকে থাকছে মুক্তি। ‘আলেখ্য’ – প্রতিটি পাঠক/পাঠিকার জন্য ‘মন ও মৌসুমী’ ওয়েবসাইট এ থাকছে বিনামূল্যে। পত্রিকাটি ত্রৈমাসিক অর্থাৎ বছরে ৪ বার আমরা এই পত্রিকা প্রকাশের পরিকল্পনা করেছি। এই ডিজিটাল সংস্করণের প্রারম্ভিক সংখ্যা ‘পূজা সংখ্যা’ ।
‘মন ও মৌসুমী’ একটি ত্রিভাষিক ওয়েবসাইট। যেখানে ইংরেজি ভাষায়, ২০২০ জানুয়ারি মাস থেকে এরকম ডিজিটাল ম্যাগাজিন ‘ওয়েভর’ প্রকাশিত হয়ে চলেছে , তাই আশা করবো বাংলাতে আমাদের এই চেষ্টা আগামীর নতুন লেখক/লেখিকাকে ১ শতাংশ হলেও অনুপ্রাণিত করুক সৃজনশীল কিছু অক্ষর দিয়ে শব্দের দ্রোণী সাজিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে।
অসংখ্য নতুন লেখক/ লেখিকার লেখা আমরা পেয়েছি। তাঁরা সকলে আমাদের এই নতুন উদ্যোগে একটু হলেও ধনাত্মক ইন্ধন জুগিয়েছেন আর এই ক্রমবর্ধমান আগ্রহের জন্য সকল লেখক/ লেখিকাকে অসংখ্য ধন্যবাদ।
এই ‘আলেখ্য – পূজা সংখ্যায়’ আমরা গুরুত্ব দিয়েছি মা দুর্গা সম্বন্ধিত গল্প -কবিতা – অনুগল্প ইত্যাদিকে, তা বলে অন্য আরো বিষয় খুঁজে পাবেন এই সংস্করণে।এই সংস্করণের অলংকরণে কাজ করেছেন অনন্যা আলোক, অহিজিৎ সরকার , শ্রেয়াঙ্কা পাল সহ আরো অনেকে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।
প্রথম সংস্করণ প্রকাশিত হবে অক্টোবর -২০২০। আশা করবো ভালো লাগবে আমাদের এই উদ্যোগ। আমাদের এই পরিশ্রম তখনই দাম পাবে যখন আগামীতে এবারের থেকেও বেশি লেখা পাবো।
ভালো থাকবেন – ভালো রাখবেন।
–মৌসুমী