খুব ইচ্ছে হয় তোমার কবিতা হতে
তোমার সবটা জুড়ে থাকবো আমি
বারে বারে দেখবে আমায় তুমি
সবসময় থাকবো তোমার হাতে
আনন্দেতে ফুলের মতো ফুটবো
দুঃখ হলে রক্ত হয়ে ঝরব
সবসময় থাকবো তোমার সাথে সাথে
কিন্ত তুমি বুঝতে পারবে নাযে।
সারাটাদিন ব্যস্ত থাকবে তুমি
বলবে আমি তোমার হাতে সৃষ্টি
তোমার খাতায় লিখবে আমার শতেক নাম।
যা কখনোই করবেনা অনাসৃষ্টি।
কখনো ভাসবো গভীর প্রেমে
কখনো বা অভিমানে।
সারাটা দিন ভাববে আমায় নিয়ে
আমি থাকবো তোমার সনে।
তোমার সাথে নিশিযাপন করবো
দেখবো আমি নতুন সূর্যোদয়।
কেমন করে শিশির বিন্দুগুলো
পাচ্ছে ফুলে থাকার আশ্রয়।
নাইবা হলাম আমি তোমার
নাইবা ভালোবাসলে মোরে
কিন্তু তুমি বুঝতে পারবে নাতো
তোমার চিতায় মরণ আমার ওরে।
–সুজাতা ঘটক
লেখিকার কলম থেকে :কলিকাতা বিশ্বাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর , ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় থেকে মাস্টারস অফ বিসনেস এডমিস্ট্রেশন বিভাগে পড়াশোনা। পারিবারিক সূত্রে ছোটবেলা থেকে গান ও আবৃতির সাথে যুক্ত। সখ : ফুলের বাগান।
[…] লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "ইচ্ছে" […]