সবুজ মুছে , আঁকছে তুলি কংক্রিটের পাহাড় ৷
দুপেয়েরা ফিরিয়েছে মুখ, ভুলেছে পুরোনো ধার |
কালো কালো ধোঁয়ার ঠোঁট ,গিলছে নির্মল বাতাস ৷
চারপেয়েরা কাঁপছে ভয়ে ,খুঁজছে শান্তির শ্বাস ৷
রঙিন রঙে সাজছে নগর , ঘোলাটে হচ্ছে জল ৷
মাটির গর্ভ কাঁদছে আজ, শুকাচ্ছে হাজারো নল ৷
মাঠের বুকে চাপছে গম্বুজ , হারাচ্ছে খোলা স্থান ৷
ডোবা পুকুরে জলজ প্রাণীর নিভু নিভু প্রাণ |
উগ্র শব্দের গোলকধাঁধায় কানের পর্দা বাঁধা ৷
দোয়েল, কোকিল এর নিভছে প্রাণ , ভুলছে তারা ডাকা ৷
সবুজেরা ফোঁপাচ্ছে আজ , আয়ু তাদের ওষ্ঠাগত ৷
বিষের চাদরে ঢাকছে গ্রহ , নীল যে হচ্ছে কালোয় পরিণত ৷

কলমে আঁখি রায়, হাওড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here