এ দেশ টায় কি যে হবে বলতে পারেন দাদা,
যার উপর তদন্ত ভার তারা কিনা ছোঁড়ে কাদা!
দুর্নীতির কাদা ছোড়াছুড়ি দুই কর্তা সি বি আই,/
দেশের সেরা তদন্ত সংস্থা,আহা তুলনা নাই ।
প্রথম,দ্বিতীয় অফিসার,গিলে ফেলেছেন ঘুঁষ,
লড়াই দুই রাঘব বোয়ালে,সরকারের তাই হুঁশ।
নজিরবিহীন এমন ঘটনা, ঘুষ ও কয়েক কোটি/
ট্যাক্সে জনগণ অস্থির ,জোটাতে ভাত ও রুটি।
চোরকে,চোর ধরা কাজ, দিয়েছিলেন শেরশাহ
সিবিআই তাবলে ঘুষ ,বলো এ কেমন আবহ!
চুপ চুপ,গেল গেল রব, বিরোধীরা সোচ্চার,
মধ্যরাতে হলো ছুটি মঞ্জুর,ভেলকির সমাহার ।
সরগরম দিল্লি,লোধী রোড,রাত বারোটা কাল,
কোন্দল না মেটালে ,কেন্দ্র অস্থির,নাজেহাল।
নতুন দায়িত্বে ডিরেক্টর, এম নাগেশ্বর রাও,
দুর্নীতি তদন্ত পরে,দু কত্তা দীপাবল কাটাও।
পরিচিতি: ছোটবেলা থেকেই কবিতা,ছড়া, সৃজনশীলতার ওপর আত্মিক টান বর্ধমান শহর নিবাসী রাণা চ্যাটার্জীর।প্রতিভা,সারল্যের মেলবন্ধন ও অনুভূতিপ্রবণতায় অবিরাম সৃষ্টি করে চলেছেন কবিতা,ছোটগল্প,বাচ্ছাদের জন্য ছড়া, নিবন্ধ,কার্টুন। নক্ষত্রানি সম্মান,কবির “মেঘ বালিকা তোমায়”,”ছন্দ ছড়ায় জীবন” কাব্যগ্রন্থ ও নিয়মিত পত্র পত্রিকায় লেখা প্রকাশ রাণা চ্যাটার্জী’র আগামী উজ্জ্বল করুক।
লেখকের আরো লেখা পড়তে ক্লিক করুন "ধূসর-পৃথিবী" "পুজোর-গন্ধ" "দুর্ভোগের-লুপ-লাইন" "বনধ-অবরোধ" "পরকীয়া" "শ্রীমতির গল্প" "অথঃ-যাত্রী-কথা"