সেদিন আগুনকে প্রশ্ন করলাম
ঘুম ভাঙা আধ চোখে,
তেজের বশে জ্বালাও সবি
হাসছো তবু মুখে !

আগুন ভীষন গোমড়া হয়ে
চোখ রাঙিয়ে বলে,
পুড়ায় যারা প্রতিশ্রুতি
আমিও তাদের দলে ,

ভিতরখানিক জুড়ে যাদের
খিদার তাপে জ্বলে,
প্রশ্ন করো তাদের কাছে
কাদের দোষী বলে !

দু মুঠো ভাত লুটছে যারা
গরিব মারার কল,
মিথ্যা ভাষন,ভিক্ষা ভাতা
আর কতদিন বল ?

রেশন চালে পেটটা ভরে,
মনের ভিতর আগুন !
ডিগ্রি এখন বদ্ধ ঘরে,
শিক্ষা হচ্ছে খুন !

বুকের ক্ষতে বহ্নিশিখা
আয়না চাইছে জবাব,
পঙ্গু দেশে ধুঁকছে মানুষ
কাজের বড় অভাব !

সত্যি বলতে একটা আগুন
ধোঁয়ায় মাখে শহর ,
আরেক আগুন পোড়ায় জীবন
খুঁজছে নতুন ভোর !

লেখনীতে ইন্দ্রাণী দত্ত, পূর্ব বর্ধমান

ছোটোবেলা দিয়ে গল্প ও কবিতা লেখা শুরু, কমপক্ষে ত্রিশটি ছোটো পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে ৷ একটি কবিতার বই “শব্দের ক্যানভাস” রয়েছে নিজস্ব ঝুলিতে যা আমাকে কিছুটা হলেও পরিচিতি এনে দিয়েছে ৷

1 COMMENT

  1. অসাধারণ এক বাস্তব চিত্র,বর্তমান সময়ের প্রতিচ্ছবি দেখতে পেলাম….রেশন চালে পেটটা ভরে,মনের ভিতর আগুন….বাস্তব লাইন..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here