মুকু্লপুরের নাম করা ছিল
পেটমোটা ডাক্তার,
রোগিরা দেখিলে ভয়ে পালাতো যে
ছিল বড় পেট তাঁর।
সেই গ্রামের মুকুলের হঠাত্
হয়েছিল বড় কাঁশি,
কাঁশিতে কাঁশিতে জীবনটা তাঁর
হয়ে যেত যেন ফাঁসি।
কত ডাক্তার কত কবিরাজ
দেখান হইল তাঁরে,
সাধ্যমত চেষ্টা করেও
সারিতে না তাঁরা পারে।
অবশেষে তাঁর খোঁজ পেয়ে আসে
পেটমোটা ডাক্তার,
চশমা চোখে দেখিলেন গিয়ে
হাত দিয়ে পেট তাঁর।
উচ্চকণ্ঠে বলিলেন তাঁরে
খাও বেটা বুঝি কম?
নইলে তোমার পেট টি যে কেন
তুলোর মতো নরম!
চিমটি কেটে বলিলেন তাঁরে
সারিৰে যদি কাঁশি,
বড় করে পেট বানাও তাহলে
নইলে যে হবে ফাঁসি।